নিরালে
- তানজির উদ্দিন
ওগো রাখালি বাজাও ওগো বাঁশি
মধুরসুখে বাজাও গো বাঁশি
ওগো রাখালি না রাখিগো বাঁশী
বাজাও মনের সুখেদিলে হাসি
ওগো রাখালি বাঁশের বাঁশী
যত পার বানায়ে বাজাও বাঁশী
দিনের সুকুমার লতায় যাহা
পরানের সুখে মেখে যায় তাহা
তবু যে চাহনি দিলি এ পরানে
যে সুরলী বাজাইলে যে প্রাণে
আজ তার সুর না যায় গো
বারংবারে সে সুর জাগে গো
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।