ঘর চিন ?
- তানজির উদ্দিন

ঘর চিন ?
যেথায় খোকা খুকি
দিনরাত উঁকি ঝুঁকি
কল্পগানে প্রাণে প্রাণে
গানে গানে বন্ধনে
এক নিরব আত্নার ঘুমন্ত শান্তি ।

ঘর চিন ?
যেথায় সবে যায়
নিরবে সেথা নাই
ওরে বৈরাগী নাই
খুঁজে ফিরে যায় ।

তুমি ঘর চিনলে না
তাই
ঘর চিন না ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।