নীল কষ্টের নীলা
- আবু নাছের জুয়েল
একটা স্বপ্ন ঘর বাঁদে,একটা দেখে অন্ধকার
একটা স্বপ্ন খোঁজে শুধু
তোমায় খোঁজে বারেবার
একটা দিন হাঁসায় আবার,একটা দিন কাঁদায়
প্রতিদিনই খুঁজি তোমায়
হালকা আলো ছায়ায়৷
একটা রাতে তোমার ছোঁয়া,অনেক রাতে না পাওয়া
প্রতি রাতেই তোমার পানে
আধির হয়ে চেয়ে থাকা৷
আমার মনেই আছ তুমি
নীল কষ্টের নীলা
তোমায় ভালোবাসি আমি
এই আসায় পথ চলা৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৬-০৭-২০১৩ ১৩:২৩ মিঃ
সুন্দর লিখেছেন ভাইয়া।
প্রথম পারায় এভাবে লিখলে আরও সুন্দর হতো
" একটা স্বপ্ন খোঁজে তোমায়,
অন্যটাতে তোমায় হারায় ""

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।