নীতি
- আবু নাছের জুয়েল
এত নীতি কোথায় গেল ?
লাশের পরে লাশ হলো
রক্তে রক্তে লাল হলো সব
রক্ত নিয়ে হলি খেলা
রক্তে এই লাল সাগরে
সব নীতি কি তলিয়ে গেলি ?
কিসের এত মারামারি
ধর্মনিয়া কাড়াকাড়ি
কেউ কয় আচেন তিনি
কেউ কয় দেখি নাতো
এই কথার ই বাড়াবাড়ি
আস্তিক ,নাস্তিক মারামারি
রক্তের এই মিলন মেলায়,
সব নীতি কি হারিয়ে গেলি ?
যদি তিনি থেকে থাকেন
আচেন মানব অন্তরে
কর তুমি মানব সেবা
পাবে দেখা মালিক শাঁইর
যদি তিনি নাইবা থাকেন
মানব সেবায় কল্যান হয়
সব কিছুরে চুঁড়ে ফেলে
মানব ধর্ম মেনে লই
কিসের তবে মারামারি
আস্তিক -নাস্তিক করো মনা
কেন তবে কিসের তরে
লাশের এই হলি খেলা৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।