মাধবী লতা
- সীমান্ত মুরাদ
কাল যদি না থাকি এই ধূলোর ধরায় ,
সীথি রাঙাবে কি অন্যের সিঁদুরে ?
হেরে যাই যদিবা
এই জীবন গড়ায় ,
মরণ নিবে আমায় ; দেহ
চিতায় পুড়ে ?
আমি কি তবে তোমার কেউ নই ,
দূরের বাশিওয়ালা
দূরেই রই ৷
রাঙা ফিতা পড়ে
এসো না ঐ ডাঙায় ,
থাকবে সবি আগের মতো ,
থাকবে না সুর গানটায় ৷
তা: ৭ জানুয়ারী , ২০১৫ খ্রীঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।