কাব্য খুনী
- সীমান্ত মুরাদ

কবিতা আমায়
হত্যা করল ৷
তাই কবিতা তোমায়
বিদায় ৷

কোন এক শ্রাবণ তীথিতে
ফিরে এসো আমার
চোখের কোলে ৷

সেদিন যদি না থাকি
আমি ,
তুমি ফিরে যেও
প্রিয়ার ঘরে ৷

সেও হয়তো বাতায়ণ পাশে
তোমার প্রতীক্ষায় থাকবে ৷

যদি সেও না থাকে ৷

তবে তুমি প্রতিক্ষায় থেকো
আমার পুনর্জনমের ৷

ফিরে আসব আমি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।