খুনসুঁটি কাব্য
- সীমান্ত মুরাদ

আমন ধান ফলে না ক্যান ?
নিয়ে আয় গোপী অভিধান ,
গদ্য পদ্য বিস্তর চিজ
হয়ে যাক আজ ব্যবধান ৷

তালে তিল নাকি তিলে তাল
নবীণ কবির কুম্ভিল রোগ ,
পড়েছে কি আকাল নাকি মোল্লা ব্যাটা ধ্যানস্ত যোগ ৷

টিং টিং পিং পিং
কুমড়ো ফেটে পটাশ ,
চিং চিং মিং মিং
গালে চাপড় চটাশ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।