ষোড়শী
- সীমান্ত মুরাদ
রিক্ততায় আমি সিক্ত ,
অবরুদ্ধ এই চিত্ত
তোমার নিমিত্ত ৷
নইকো তোমার ভৃত্য
বিষুব নৃত্য ,
তাথা গীত্য
বাজিছে নিত্য ৷
অকবির কলম
অকাজে লিপ্ত ,
মিথ্যে ছড়াতে
নিরঙ্কুশ ক্ষীপ্ত ৷
অনাদি প্রয়াসে
কিনা কি দীপ্ত ,
অজানায় আজি
জানাতে তৃপ্ত ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।