প্রতীক্ষা
- আরিফুল হক দ্বীপ
পারি না আমি বুঝতে ভুল তোমায়,
তুমি বুঝেছো ভুল।
স্পর্শ আমার তুচ্ছ জানি,
পারি নি করতে সুখী এইটুকু মানি।
তবু যতটুকু ছিলো অবশিষ্ট-
হৃদয়ে বোনা ভালোবাসা,
দিয়ে গেছি আমি উদারতায়।
তবুও বললে,-
কত সহজেই আমায় স্বার্থপর।
তোমার দেয়া যত দুঃখ,অপবাদ তারপরও-
গেছি ভুলে আজ,কিছুই রাখি নি মনে।
বসে আছি একা,জানালায় ঠেকে মাথা।
প্রতীক্ষা শুধু-
তোমার জন্যেই প্রিয়তমা।
৫/৩/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।