যদি ভালোবেসে থাকো
- আরিফুল হক দ্বীপ

যদি ভালোবেসে থাকো,যেওনাকো তবে-
আর,কারো হাতের মায়ায়।
ভুল বুঝাবুঝি,তা ক্ষনিকেই থাক,
ঘুচে যাক মিছে অভিমান।
আবার মিশে যাই দুজনে,গগনে ওড়া-
দুটো ধান শালিকের মতো,
সন্ধ্যায় তবু নীড়ে ফিরি যেন
.............অমৃত ভালোবাসায়।
যদি ভালোবেসে থাকো বইতে দিওনা-
গ্লানি পোড়া কপালের।
নিঃস্ব হয়ে যাবো,শূন্যতার হাহাকারে,
.................মরবো অবেলায়।
তুমিওতো হবেনা সুখী,
যদি বুকের ফ্রেমে বাঁধাই করে রাখো,
আমার ছবি।
স্মৃতিগুলো তোমায় দেবেনাকো ঘুমোতে,
বাজবে কানে এই ফাল্গুন নিশিতে,
তোমার বুকে মাথা পেতে শুনাতো কেউ গান
আঁখিপাতা ডুবতো কোনদিন সেই গীতিকায়।
১৯/২/১৫(ময়মনসিংহ)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।