রসগোল্লা
- আরিফুল হক দ্বীপ

রসগোল্লার লোভে ছুটছে পিঁপড়ের দল,
ছোট রসগোল্লা
মাঝারি রসগোল্লা
আর-
বড় রসগোল্লা
সাজিয়ে নিয়ে বসে আছে ময়রা।
সস্তা দামে কিনতে পেয়ে-
বেজায় খুশি খদ্দের।
এতো মিঠে,
এতো স্বাদ
এই রসগোল্লার হয় না তুলনা।
১২/৩/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।