শপথ দিবস
- সৌম্যকান্তি চক্রবর্তী
বুকভরা প্রেম নিয়ে -
এসেছ আমার জীবনে
হে জীবনসঙ্গিনী !
তোমাকে সঙ্গে নিয়েই
করব অতিক্রম !
এই সরল শপথ ,
থাকবে আজীবন ;
হে অর্ধাঙ্গিনী !
কোনো দুঃখ কোনো বেদনা -
কোনো কষ্ট কোনো যাতনা -
যেন তোমায় স্পৰ্শ করে না !
শপথ নিলাম তোমায় আমি
দুঃখ কখনো দেব না !
জীবনে তোমায় খুশি দেব !
মনটা সুখে ভরিয়ে দেব -
শপথ নিলাম আজই !
আলোয় আলোয় ভরে যাবে
দুঃখ কষ্ট থাকবে না যে !
সকাল দুপুর সাঁঝে ;
(Written on promise day -11 th feb, 2015)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।