অজ্ঞাত নিবেদিতা
- সীমান্ত মুরাদ

প্রিয় অজ্ঞাত নিবেদিতা ,
তুমি জেনে খুশি হবে
অনন্তকাল নিশ্চিন্তে রবে ৷

আমার হৃদয়ের শ্বেত পাথরের দেয়াল
না মেনে আবেগ কামনার খেয়াল ,

স্ব মহিমায় প্রশস্ত হয় ,
আদিম যুগের হাওয়া
আধুলির যুগে বয় ৷

এই দেয়ালে ফাটল ধরবে না আর ,
নারী হোক যতই পূণ্যবতী অমরার ৷

এই জীবনে বেশ্যা দেখেছি , কি দূর্বিষহ !

দেখেছি হৃদয় বেচা নারী অহরহ ৷

অজ্ঞাত নিবেদিতা এই দেয়ালের ফটকে চির অম্লানের মৌসুম ,
যখন তোমার পুষ্প কাননের রাজ্যে
হাজারো প্রজাপতির ধুম ৷

অজ্ঞাত নিবেদিতা নারী ,
জননী হলেই ভালো ভারী ৷

প্রেমিকা হলেই গণিকা ,
অজ্ঞাত নিবেদিতা "মণিকা" ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।