রমণ অঙ্গনে
- সীমান্ত মুরাদ

তুমি না চাইলেও তোমার
তৃতীয় অঙ্গে নজর
পড়তোই এই অসভ্যের ৷
তুমি না বাসলেও তোমার
চারটি কাঁধে মাথা থাকত
আমা'র ভালোবাসার
পাঁচটি চোখ ৷ তুমি বুকের
শিরায় রক্ত প্রবাহিত
না করলেও শিরদাড়ায়
তৈরী হতো অপরসায়ন ৷
তুমি না হারালেও তুমি
সৃজন হতে অন্য রমণীর
রমণ অঙ্গনে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।