মন ঘুড়ি
- সীমান্ত মুরাদ

এই শুনো ৷ তোমার
আকাশে আমি আর ঘুড়ি
উড়াতে চাই না ৷ জানি
আমি নাটাইয়ে টান
রাখলেই তুমি ঝড় করে
আসবে আমায় তাড়িয়ে
দিতে ৷ এই শুনছ কি
প্রিয়তমা , তোমার
হৃদয়ের মাটিতে আমি
আর ফসল ফলাতে চাই
না ৷ তোমার দুর্ভিসন্ধি
আমার হাতের তালুর
মতই সুদৃশ্য ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।