মেকআপ
- আরিফুল হক দ্বীপ

এই ঠোঁট এতো রাঙ্গানোর কি প্রয়োজন আছে
প্রিয়তমা,আমিতো এই রূপেই অনেক খুশি,
তোমার চিবুকের তিল,চোখের মায়াবী দৃষ্টি
আমি এতেই অনেক খুশি।
কি প্রয়োজন ওই শ্যামলা মুখে কৃত্রিম সাজসজ্জা
আমিতো তোমাকেই-
তোমার মনের উজ্জল, অনিন্দ্য ফুলকেই ভালোবাসি।
যদি আমাদের বিশ্বাস থাকে অনড় ভালোবাসায়
তবে ছুঁড়ে দাও মেকআপ,সাজসজ্জা,এসো-
দু হাত সঙ্গী করে গাই গান' ভালোবাসি,ভালোবাসি।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।