মসির আগুন
- আরিফুল হক দ্বীপ
জ্বলে যাচ্ছে,পুড়ে যাচ্ছে,মরে যাচ্ছে
যেন দিয়েছি আগুন জ্বেলে
বৈশাখের রোদে পুড়া শুকনো খড়ের গাদায়-
যে আগুন সারাতে গিয়ে,
কাপড় খুলতে হলো,নগ্ন হলো।
শৈশব ফিরে পেয়ে ভাসলো আনন্দে।
আর আমার কিছুই গেলোনা।
চোখে আমার হেমন্তের নবান্ন তখন,
মসির এমন একটু খোঁচায় হলো তাদের পতন।
৩১/১/১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।