মালঞ্চ
- পথিক সুজন
মালঞ্চ
সুজন হোসাইন
তুমি আমার মালঞ্চ;আমি মালাকর
সপ্তপর্ণ তরুমূলে রচিবো স্বর্ণতরী;
তৃণপুঞ্জতলে সহস্র ঝরে পুষ্পাক্ষর
চন্দকান্তমণিকায় পুঞ্জ পুচ্ছ কিঙ্কর ।
শৈবাল বনে স্নিগ্ধতায় কবরী মালা
অরণ্যের পথে অরুণদয়ের খেলা
বনবীথিকায় রঞ্জিত ফুলের ডালা
অসীম দিগ্ দিগন্ত শুধু প্রেমো মেলা ।
পুষ্পসম বৃন্তহীন প্রেমো মালঞ্চে
উর্বশী বিকশিত সপ্তনিশি নিকুঞ্জে
চঞ্চলযৌবন মধুমত্ত অধীর ভারে
মুগ্ধচিত্তে মালঞ্চে'ই আসে ফিরে ।
০২ জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ ।
16/05/2015
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।