কল্পিত রসায়ন
- রুদ্র রহমান - পাসওয়ার্ড
দাগ পড়ে আল জীভের বোষ্টুমীতে
মিথ্যে কিছু বুলির ঝংকারে _
কেঁদে ওঠে ওই সর্পিল হৃদয়ের
এক টুকরো উদার জমিন ।
ভগ্নাংশের দ্বিঘাত সমীকরণে
মিলাতে পারিনা একটি
সুনীল রমনীর রসায়ন ।
উৎকন্ঠিত দমকা হাওয়া _
কুলটা নদীর তীরের কিছু ফ্লেভার
দৃষ্টি এখনো উদাসী বনে _
হচ্ছে না পাসওয়ার্ড অদলবদল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।