অনুভূতিহীন কীট
- রুদ্র রহমান - নিঃসঙ্গতা

আজ বড়ই খুশির দিন;

হতে পারতো ।

কিন্তু, হয়নি ।

তবুও, আমার চোখের
এঁদো খালে জলের
পরশ নেই ;

নেই চিন্তা,

আমাকে নিয়ে অন্যরা
চিন্তিত ;

অথচ, আমি
নিশ্চিত, দোলায়িত ।

আমার অনুভূতি শক্তি
নেই ; এতটুকুও না ।

উষর এ মহীতে
অনুভূতি হীন
একটি কীট ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।