হিরের টুকরো
- রুদ্র রহমান
হিরের টুকরো -
বন্ধু গুলো আমার ।
কষ্ট ছাড়া ওরা সুখের
পালক পড়াতে পারে নি,
ওদের আঘাতে কলম ধরে,
কতো কষ্ট মনে পড়ে -
তবুও, আমি ভালবাসা ছাড়া
ঐ সকল বন্ধুর পানে কিছুই
ছুঁড়তে পারি নি,
ওদের কাছে কখনো হারিনি ;
নিজেকে লুকিয়ে রেখেছি
মাঠের কার্ণিশ হতে,
লুকিয়ে রেখেছি স্বর্গীয়
ইনস্টিটিউট হতে -
কিছুই বলার নেই ;
হৃদয়ে জাগে আধাঁরি চোখ
বন্ধুরা আমার হিরের টুকরো,
কষ্ট দিয়ে কলম নিয়ে টেবিলে
বসিয়ে -
জন্ম হয়েছে কবিতা, গল্প,
উপন্যাসের হাত -পা -মাথা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।