আগে ও পরে
- আরিফুল হক দ্বীপ

তখন রীতিমত গ্রীষ্মের দাবদাহ
দিঘির ধার ঘেঁষে ওই ঝোপালো লেবুগাছটাও
যেন সবুজ শাড়ি দুলোনো
কোন নারী,লেবুগুলি তার স্তন।
খুলে দিলো অন্তর্বাস,
সম্মুখে দুধের বোঁটা,হা করা দু তৃষ্ণার্ত ঠোঁটে-
নিয়ে যাই অমল নির্যাস।

আমারো বুকে খামচি মারে কামগ্রস্ত
নারীর নখ,দাঁতের তরবারি-
যখন সাঙ্গ হলো রতিক্রিয়া
সব কিছু ধূসর,কালো সানগ্লাসে পৃথিবী
নারীর শরীর ঘেন্না ধরা ডাস্টবিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।