মৃত্যুর অপেক্ষায়
- পথিক সুজন
মৃত্যুর অপেক্ষায়
-----
--------সুজন হোসাইন
-----
আমরা অপেক্ষাতুর;
হৃদয়ঙ্গম মরণ সিন্ধুর পথে
যেখানে জীবন ও মৃত্যু করুণার
চাঁদর আড়াআড়ি করে বিছেয়েছে ।
চারিদিকে ঝিলিক খেলে
বাবলার চিরল পাতার মতন
বিবর্ণ শরীরের সূর্য্যের রশ্নির
ভাঁজে অগণন মৃত্যু ।
লোহিত সাগরের বুকে
লবাণাক্ত ঢেউ গুলোই শতাব্দীর
প্রত্যাবর্তনে বিপ্লবী হয়ে
অন্ধকার পথে স্মৃতি হয়ে
ঝিক্-মিক করে ভেসে উঠে
অগ্নির মতো প্রদীপ্ত মৃত্যু ।
তবুও আমরা অপেক্ষাতুর ;
সেই মৃত্যুর;যা কাগজে কলমে নেই ।
নেই কোনো ব্যক্ত ইতিহাসে ।
আমরা কেবল'ই অপেক্ষাতুর;
অফুরন্ত রৌদ্রের তিমিরে
অগণন তাজা মৃত্যুর ।
কেবল'ই শুধু ব্যক্তির মৃত্যুর ।
----
30/05/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।