আস্তিকতা নেই যে বুকে
- রুদ্র রহমান

ঈশ্বর তোমার বিচার কষিবেন -
তুমি নাস্তিক -তুমি মুরতাদ-
পার করেছো সীমানার কাঁটাতার ।
তসলিমা কিংবা লতিফ -
তোমার মা- তোমার বাবা ,
কদিন পরেই হজম খাবা -
কষ্ট নিয়ে লিভার পঁচে
সুখ তোর পিঠে না রোচে ।
তুই ধর্ম নিয়ে কুস্তি খেলিস -
যদিও তুই সুমো কুস্তিগির নোস -
তবুও তোর কতটা যে পোস!
কি তোর ভাব - একটু লিখিস
সারাদিন নাকি ওটাই ভাবিস।
না মিশিলাম তোরই সাথে -
কি আসে যায় বল,
একদিন ঐ বইয়ের ভাঁজে
খুঁজে পাবি ফল.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।