ব্যালেন্সড জীবন.....
- কাজী ফাতেমা ছবি
ইয়া মুটো লোকটা
গায়ের রং ফর্সা
লোকটা বিয়ে করল
মেয়ের নাম বর্ষা;
চিকন গড়ন গাড়ন
নাকটা তার খাঁড়া
সুন্দরীর প্রশংসায়
মাতল যে পাড়া।
খিলখিলিয়ে হাসতো
হাসিটা মিষ্টি
মেয়েটা রোমান্টিক
পছন্দ বিষটি।
মুটকোর বৃষ্টির জলে
হিম এলার্জির দোষ
ভালবেসে ভিজে শেষে
হারালো যে হুশ।
জোড়া বুঝি হয় না
সমানে সমান
কেউ জেগে চাঁদ দেখে
কেউ বেঘোর ঘুমান।
জীবনতো এমনি
যায় মিলেমিশে
দুজন হলে উদাস
হারাবেন দিশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।