লোভী
- মাহাবুব আলম

আজ সন্ধে বেলায়
আমার চিও রসের বান ডেকেছে,
যখন হেথায় ঝরলো বুঝি
হাজার হাজার শ্রমিক না-কি...!
শুনেছি রঙ্গিন কুয়োর ভেতর থেকে
লাল গালিচার ফাঁকে ফাঁকে ।
কি আর করা, জাল বুনেছি
রাবণ পাপের জাল, মরুক মহাকাল.....!
আমার চাওয়ার বৃওে, মহাসুখের কৃওে
জনম যবে শুরু হল,
পূণ্য ঘ্রাসের নৃত্যে ।
আরে..!আমি কি আর পারি...?
চেপ্টে যাওয়া এক পালি চাঁদ,
কাঁদবি তোরা আরও যে কাঁদ,
আমার রসে রসিকতার সময় এসেছে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।