কান্না
- আবু নাছের জুয়েল
সেদিনো অনেক কেঁদে ছিলাম আমি,
ভেবেছিলাম কান্নাই তোমাকে ফেরাবার রাস্তা,
কিন্তু আমার এ পথে যে কাঁটা বিছানো,
ফিরবে না এ পথে তুমি কখনো৷
সত্যি আজও আমি কাঁদি,বৃষ্টি দেখে,
সাগরের ঢেউ আজও দাগ কাটে আমার মনে৷
চেনা সেই পথে বারে বারে আমি যাই ,
আস যদি ফিরে ভাবি শুধু তাই৷
অজানা এক ক্লান্তিতে বার বারই থেমে যাই,
এগিয়ে যাবার নামে,পিছু ফিরে চাই
পিছনেৱ কুয়াশায় সবই অস্পষ্ট,
আঁধারে যেমন ছায়া চেড়ে যায়,
তেমনি তুমি গেছ চলে ,
কাঁদি আমি তাই৷৷৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।