দখিনায় দিদি
- তানজির উদ্দিন - দিদি
নাহি দাম মোর অকালের বাঁশী
কেহ নাহি শুনে
এ সর্বনাশী
নাহি দেখে কেহ মোর অনাগত ব্যধি
কেহ নাহি উচ্চারণে
এ সর্বব্যধি
দিদি এ সর্বনাশী ব্যধী ।
পৌঢ় জীবনের জরা হেনে ক্লান্ত ঘরের গেরস্ত
এবার খুঁজে ফিরে কারা ক্লান্ত দেহের অস্ত
বলি
ও দেহের অস্ত নাহি নাহি অস্ত ও দেহের
দিদি বুঝায়ে দাও তাদের শুনাও দেখি বাঁশী ।
কতজনে শুনাইবে কত গান কত অস্তের গান
আর বাজিবে না তো মোর সুর বন্ধহলে গান
কহ্ তাদের ভুলের খাতায় কত বিরঞ্জনে চলে ইতিহাস
আর নাহি রচিবে ইতিহাস ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।