ব্যবধান
- আরিফুল হক দ্বীপ

হাতের দিকে চাও,এখানে পাবে সুখ
ভালোবাসার সুধা ভরপুর স্পর্শ,
আমৃত্যু মুছে দিবে ক্লান্তির দৈন্যতা।
বুকের দিকে চেয়োনা;
এ-তো ক্ষনিকের রোশনাই,
ক্ষয়িষ্ণু তার উজ্জ্বলতা
সুগন্ধি ফুলের মতো স্বল্পদৈর্ঘ্য এই যৌবনের লেনদেন,
তারপর শুধুই ম্লানতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।