লাজুক বধূ
- আরিফুল হক দ্বীপ

বধূ ও বধূ ঘোমটা সরাও,
দেখি তোমার মুখ
কি দিলে পাতে
দুধে ভাতে
সবরি কলা।
আমি খাবো না,যাবো চলে
না দেখাও যদি চাঁদ মুখ।
না হেসো যদি-
এই তবে চললাম,পড়ে রবো ক্ষেতে
আসবো না আর এ ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।