পদচিহ্ন
- রুদ্র রহমান
কেন জানি টেবিলে বসিনা -
সপর্শ করিনা জড় বস্তু গুলিকে
উদরে ওদের তুখোর কষ্ট,
অভিশাপ দেয় হলমার্কে -
থমকে যেতে ইচ্ছে জাগে
নিস্তেজ হয়ে ভাবতে বসি পুরনো দিনপঞ্জি,
অস্তিত্বের ভুরু কুচক্রি পথে হাটতে থাকে -
ভয় হয় -বন্ধ করে থাকি চোখের পাপড়ি,
সাম্প্রতিক জীবনে তাকিয়ে রই,
ডিকশনারীতে খুঁজি সেই পথের নির্দেশনা -
পেতে একটু বিলম্ব হলেও পিছু ছাড়িনা,
জ্বলন্ত অগ্নিলার বিচরন রেটিনায় ভাস্কর্য আঁকে -
দুতাবাসে চলে ফায়ার সার্ভিসের অবাধ
আচরণের পদচিহ্ন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।