নির্জন পূর্নিমাতে
- আবু নাছের জুয়েল
নির্জন কোন গভীর রাতে
উজান গাঙ্গের সামনের মাঠে
চাঁদের পানে চেয়ে থেকে
কেঁদো না জেন একলা বসে৷
ঝড়ো বাতাস এলচুলে
জৎস্না ভরা গাঙ্গের মাঠে
নয়তো কোন চন্দ্রিমাতে
পাবে তুমি আমাৱ দেখা৷
সবুজ ঘাঁসের শিশির মাঝে
হাটবে তুমি আলতা পায়ে
গাঙ্গের জলে চাঁদের আলো
তোমার রূপের কাড়াকাড়ি
জলের ওই স্রোতের তোড়ে
দেখবো তোমায় পূর্নিমাতে৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।