নারী
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর
আমি সিগারেট ধরালে ঠোঁটে লোকে মন্দ বলবে
শখ করে শার্ট প্যন্ট পড়ে ঘুরে বেড়ালেও
কোথাও আমি নষ্ট হয়ে যাবো।
আবার বধূ বেশে কারো সংসারে এলেও
রক্ষা নেই আমার।
তার কর্তৃত্বের উপর ভর করে কাটাতে হবে জীবন।
তবে আমাকে অন্তরীক্ষ-অধিপতি বোবা প্রাণশূন্য ওই
পুতুল বানালেও পারতো
ইচ্ছেমতো করতে পারতো ওরা শাসন,
দুঃখ হতো না কোন তখন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।