মডেল হতে গিয়ে
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর
মডেল বানাবে আমায়,
দেখবে দেশ,এক বুক ভরা স্বপ্ন আমার
পরিবারের অবাধ্য হয়ে স্বপ্ন কুঁড়াতে যাই।
স্বপ্ন কুঁড়োনো হলো,
নাম যশ অনেক হলো।
তবে আমাকে দিয়ে আসতে হলো সব সঞ্চয়,
ময়ূরী,মুনমুনের মতো আমার যৌবনেও
ধরলো ঘুনপোকা,মডেল হতে গিয়ে সাজা
হলো আজ নষ্ট মেয়ে-নষ্ট জীবন আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।