তানকা
- পথিক সুজন
তানকা
--
------সুজন হোসাইন
--
আষাঢ় দিনে
আকাশ জুড়ে শুধু
মেঘের চলে খেলা ,
--
মনের শাখে
কদম ফুল ফোটে
সকাল সন্ধ্যা বেলা ।
--
আসবে তুমি
জলের ঢেউ ছুঁয়ে
বৃষ্টির সুর তোলে,
--
তাইতো বুঝি
মুখ করেছে ভার
রং লেখেছে গালে ।
---
26/06/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।