যদি তুমি কাছে থাকো
- আরিফুল হক দ্বীপ
দেখো ওইযে তালগাছটায় বেঁধেছে-
নীড় যেমন বাবুইটা,
আমিও বাঁধবো তোমার জন্য,
খেটে খুটে আনবো খড়।
দীঘল ক্লান্তি জুড়ে গায়
তবুও হাসবো দেখো-
যদি তুমি কাছে থাকো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।