সংশয়ে থাকিয়া
- তানজির উদ্দিন - দিদি
হাঁটিনু উঠোন পরে
বিশ্বাসহীন পটের তরে
দেখি দূরে কি জাগে , বহুদূরে
হেথা কি বাঁশী বাজে নাকি বাজায়
হেথা কি বাঁশী বাজায় কাল কাটায় ;রাখালী ?
বল দিদি , বল হে চাহিয়া অদূর পানে যেথা উদিছে কাব্য
উদয়ের বহু অপেক্ষায় থাকি আজো কি পাইনি উদয়ের কাব্য ?
জানিনে বিস্বাদ সে ঘরে
উদয়ের পথ ছেড়ে চলে কোন লহরে
কোন গানের লহর খেলে
উদয় কোথায় থাকিয়া ইশারায় বলে-
ফিরে চলো পশ্চ্যাত পথের অঘোম টানে
বাজায়ে তুল হে অন্তিমের বাণী ও প্রাণে ।
ওরে কে আছো হাঁকিয়া যাই ঘরে ঘরে
বর্ষা থামিয়াছে কি তাই উঠে কি গান লহরে
দূরে
লহরীত হইলে কাহারি গান
বাজায়ে তুলিলে অরুণ প্রাণ
এথায় অশোক কাব্যের জটায় কেহ নাই
কেহ নাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।