ভাবতে গিয়ে তোমায়
- আরিফুল হক দ্বীপ
যখন থেকে তুমি তার বুকে ঠেকালে
ওই মাথাখানি,
ভেসে আসে
তোমার হেঁটে চলা বাতাসে পাই
শত সহস্র পুরুষের ঘ্রাণ!
তবে সেই কফির পেয়ালায়
যার ঠোঁটের লিপস্টিক মেখেছিলো
রেখেছিলাম নিজের ওষ্ঠ
কার ঠোঁট ছিলো ওটা?
সানি লিয়ন?
উঁফ্,নাড়ি ভূড়ি উল্টিয়ে আসে
ঘেন্নায়,ভাবতে গিয়ে তোমায় এখন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।