হিরনবালা
- আরিফুল হক দ্বীপ

হিরনবালা
জানি,দুঃখতো তোমার ওই উন্মুক্ত বুকে
নাভিমূল,
জঙ্ঘাদেশে-যখন চিৎ হয়ে শুয়ে
দেখো শুধুই অন্ধকার আকাশ।
সে দেখে যায় নক্ষত্র
রোদ ঝলমলে নীলাম্বর,
দুঃখ তোমার বুঝে না কেউ
দেখে না ওই অন্ধ চোখ-
অশ্রু ঢেউ খেলা করে তোমারও
তুমিও রক্তে মাংসে গড়া কোন মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।