আমি পলায়নের পথে ১
- তানজির উদ্দিন
ঘর এখন অন্তরের অভিশাপ বহন করে
বিশ্রী সরীসৃপের মতো জড়িয়ে ধরে রেখে
কল্পনায় আধিয়ার বসনার আর্তনাদ শোনা যায়
দূর হতে সেই বাণী চিত্তের খেয়ালে নীরবে ধায় ।
খুজেছি বিদগ্ধ বেদনার কাব্য
ঘরে বাহিরে রাস্তায় গাড়িতে
শূন্যতায় ফিরায়ে দেয় এ অদ্য
তাই
পলায়নের পথে আশোক কাব্যের জট পাকায়ে ফিরে যাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।