সূরা আছর (ক্ষতিগ্রস্ত)
- রুহুল আমীন রৌদ্র

শুরু করিলাম,
পরম করুনাময়, নামে আল্লার,
অসীম অপার মহিমা যাঁহার।
যুগের কসম,
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত,
তবে তাঁহারা নহে,
যাঁহারা ঈমান আনে ও সৎকর্মে ন্যস্ত।
যাঁহারা পরস্পরকে তাগিদ দেন,সত্যের তরে,
তাগিদ দেন,
ধৈর্য্যের তরে।
---------০-------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।