ঘুষ
- আরিফুল হক দ্বীপ

-প্রমোশনটা চাই স্যার,
-খুব দরকার?
-জ্যি,স্যার,চলছে না আর,
বাড়ি ভাড়া দ্বিগুণ,ছেলে মেয়ে বউ-
সংসারে আয় না থাকলে
খিটমিট করে বউ,শাড়ি,গয়না কসমেটিক্স
ওহ্ অসহ্য যন্ত্রণা স্যার।
-বউতো সুন্দরী,মডেল বানাতে পারো,
একার পক্ষে সংসার চালানোযে বিষম দায়।
-ছি,স্যার,কি বলেন?সমাজ কি বলবে?
-তাহলে এক কাজ করো,টাকা লাগবে না,
যাস্ট সিম্পল,
শুধু তুমি আর আমি জানবো কেবল।
কনফার্ম প্রমোশন।
-কি স্যার?
-কাল সন্ধ্যায় মিসেস নীলুকে পাঠিয়ে দিয়ো,
তোমার চৌদ্দগোষ্ঠী থাকবে রাজার হালে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।