গোলাপে গন্ধ নেই
- আরিফুল হক দ্বীপ

তোমার শাড়ির ভাঁজ খুলতে খুলতে
কেউ বললো,পৃথিবী দেবে
যা তোমার স্বপনে,যা তোমার শয়নে।
তুমি হাসতে হাসতে লুফে নিলে
তার ঝাঁকড়া চুল কোমল হাতে,
হাসতে হাসতেই দিয়ে দিলে গোলাপ।
অতঃপর সেই গোলাপ গন্ধ হারালে-
বানচুতটা চেয়েও দেখে না আর তোমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।