ও মন দরিয়া
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

ও মন দরিয়া রে
তুই কোথায় গেলি এ আমারে,
একলায় ফেলিয়া রে |

রাত হয় সাঙ্গ
একলা থাকি ওগো,
নাহি সাঙ্গ পাঙ্গ
তবে থাকি কেমনে ওগো-
ও দরিয়া ও এ মনে
পিরীতেরি তরে এ মনে|

শুধুই তোর লাগি মনে,
দরিয়া রে|


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।