বঙ্গবন্ধুর প্রতি
- পথিক সুজন

বঙ্গবন্ধুর প্রতি
---
--------সুজন হোসাইন
---
এক অসামান্য মানুষের প্রতি;
আমার এই কবিতা লিখা.....
যাঁকে আমি দেখিনি...
সে বীট ঢের প্রবীণ ছিল--
ঞ্জান-বিঞ্জানে,পার্টি-পোলির্টিক্সে
ছিল তাঁর অধিক মেধা ।
আমি তো পল্টনের ৩২ নম্বর
বাড়ির কথা বলছি...
এই ছোট্ট কবিতায় ।
যার সিঁড়ি বেয়ে নীলাদ্রের লাল
ফিকে রঙে উদ্ভাসিত করে
ভাসিয়ে ছিল কয়েকটি তাজা মৃত্যু ।
আমি তো ১৫ই অগাস্টের
কথা বলছি...আমার কবিতায় ।
আমি তো এক মহান কবির
কথা বলছি ...আমার কবিতায় ।
যার কবিতার উচ্ছারিত চরণ ছিল...
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম'
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ।
বিনম্র শ্রদ্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতি ;
আমার এই কবিতা লিখা ।
15/08/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।