পাপ পূণ্য
- আরিফুল হক দ্বীপ
পিতার শিশ্ন কিংবা মায়ের জরায়ু
স্বর্গ থেকেই আসে সব,
স্খলিত বীর্য আর ডিম্বাণুর মিলন
অতঃপর সে ভ্রূন হয়।
তারপর একদিন যোনি ভেদ করে-
প্রসূতির,হাত পা ছাড়িয়ে কান্নার
শাশ্বত নিয়মে আবির্ভাব ধরণীতে।
কেউ তখনো জানে না
ভবিষ্যৎ তার-
দেখি গোবরেও হয় পদ্মফুল,
আবার সে পদ্মেও খেলা করে সাপ।
তবে কেন রক্তকে করা হয় দায়ী??
১৭/৮/২০১৫
ময়মনসিংহ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।