বহুদিনপর স্বাধীনতা
- আরিফুল হক দ্বীপ
এখন একটাই খাই আইসক্রীম
কারো জন্য অপেক্ষা নেই-
কারো এঁটো খাদ্যে জাগে না
সাধ মনে,
অনেকটা আছি ভালো,শৈশবে
ঘুড়ি নাটাই নিয়ে মাঠে পড়ে থাকা
সেই বালকের মতোই কাটাই দিন।
খুঁজি না কারো,
কেউ নেই স্বপ্নে এখন।
কারো জন্য নেই এতটুকু ব্যস্ততা-
বহুদিনপর পেয়েছি স্বাধীনতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।