দীর্ঘ অন্তর্বাস
- আরিফুল হক দ্বীপ
আমার বাংলাদেশ,
ষোল কোটির বাংলাদেশ কাঁপছে আজ জ্বরে
ইন্দো-কানাডিয়ান বংশোদ্ভূত মেয়ে
বম্বে থেকে আসবে উড়ে
লাল সবুজের বাংলায়।
কতো স্বপ্ন তরুণের চোখে,ঘুম ধরে না আহা,
কতো কতো টাকা করবে খরচ
বিশ্বপতিতাকে
খুব কাছ থেকে দেখবে ওরা।
যে নারীকে ইন্টারনেটে রাত জেগে বসে
দেখেছে এতোদিন
যে নারীর লজ্জা শরমের মাথা নেই
ভাত খায় দেখিয়ে নিজের সম্ভ্রম
স্তন,নাভি,যোনি বিশ্বমাঝে,
তাকে একপলক দেখার তর সইছে না কারো,
জানি আমি উন্মাদ সকলে,উন্মাদনা-
টেকনাফ থেকে তেঁতুলিয়া,
তারাও বেরিয়ে আসবে ঘর ছেড়ে শৈশবের
পোশাক পরে,লজ্জায়
শুধু মাথা হেঁট হবে কিছু
বিবেকবানদের,
আর বাতাসে বইবে নীরব দীর্ঘশ্বাস,
হে বাংলাদেশ,ঢাকো,ঢাকো নিজেকে প্রয়োজন
দীর্ঘঅন্তর্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।