সমাপনী
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
আমি জয় দেখলে ভীত হয়ে পড়ি রাত দেখলে হেসে উঠি ।
ভোরের আলোয় গুণ্ঠণ পরি
আর যামিনীরে স্মরি ।
ভয়ার্ত চিত্কারে
ঐ রাতের শরণে স্মরণে আসে
এই আমি কি করেছিলাম!
আজিকার এ রবি উজ্জ্বল হতো
আর ও আর ও ,
যদি ঐ অনিঃশেষ অভিশাপের কাব্যআর না রচিতাম |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।