ভালোবাসা বুঝতে শিখে গেছি
- আরিফুল হক দ্বীপ
তোমার রমণী শরীরে যেদিন খুঁজে পেলাম
মৃগ-কস্তূরীর ঘ্রাণ,মনে হলো
তোমাকে আমার ভীষণ প্রয়োজন।
মনে হলো আর কারো নিয়ে উড়ো উড়ো
খেলার পেরুলো সময়।
এখন তুমিই আমার হৃদয় উঠোনে রোজ
দাঁড়িয়ে থেকে হাসো,খেলো-এখন
তোমাকেই খুঁজি শত ব্যস্ততায়,নিঃশ্বাসে
নিঃশ্বাসে তোমারই অস্তিত্ব কেবল টের পাই।
হ্যাঁ,ভালোবাসা!
ভালোবাসা কি আমি বুঝতে শিখে গেছি-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।